Saturday, August 7, 2010

"তদন্ত কমিটি গড়ল রাজ্য "নিয়োগে দুর্নীতি"

জলপাইগুড়ি ৭ই আগস্টঃ-রাজ্যসরকার জলপাইগুড়ি জেলাতে প্রাথমিক শিক্ষক নিয়োগকে ঘিরে যে দুর্নিতি ও স্বজনপোষনের যে অভিযোগ উঠেছে তা তদন্ত করে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। নিয়োগ সম্পর্কিত সমস্ত দুর্নিতির কথা অভিযোগকারীদের কাছ থেকে সবিস্তারে শুনবেন। এবং কমিটি সমস্ত তথ্য সংগ্রহ করে আগামী ১১ই আগস্ট সরকারের কাছে জমা দেবেন। এইদিকে ফালাকাটায় রাজ্য যুব কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল বাতিলের দাবিতে আগামী ৯ই আগস্ট রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে এদিন জানান। তিনি এও আশা করেন রাজ্যপাল তাদের সুবিচার করবেন। জলপাইগুড়ি জেলাতে নিয়োগকে ঘিরে যে দুর্নিতি ও স্বজনপোষনের যে অভিযোগের পরিপ্রিক্ষিতে রাজ্য সরকার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
তদন্ত কমিটির সদস্যেরা শনিবার বিমানযোগে বাগডোগরা আসবেন। এবং পরে সড়কপথে জলপাইগুড়ি সার্কিট হাউসে এসে নিয়োগ সংক্রান্ত অভিযোগ শুনবেন। অভিযোগকারীদের বক্তব্য তালিকা বদ্ধ করবেন তদন্তকারী দলের সদস্যেরা সমস্ত তথ্য আগামী ১১ই আগস্ট রাজ্যসরকারের কাছে তথ্য জমা দেবেন। জলপাইগুড়ি প্রাথমিক বিদ্যালয় সাংসদের সামনে টানা সাত দিন তৃণমূল কংগ্রেসের অবরোধমুক্ত করা নিয়ে শুক্রবার চরম উত্তেজনের সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেসের সঙ্গে পুলিশর ধস্তা ধস্তি হয়। শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী কে গ্রেপ্তার করা হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সমনাথ পাল বলেছেন, শনিবার থেকে আবার তারা জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদের সামনে অবরোধ করবেন। পুলিশর সঙ্গে ধস্তা ধস্তি হবার সময় মহিলা কংগ্রেসে নেত্রী সাগরিকা সেন, যুব তৃণমূল কংগ্রেস নেতা প্রতীক ঝা চক্রবর্তী নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)