জলপাইগুড়ি ২ আগষ্টঃ- আই এন টি ইউ সি-র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য প্রভাত গোস্বামী। রাজ্য আই এন টি ইউ সি-র সভাপতির পদ থেকে সুব্রত মুখোপাধ্যায়কে অপসারিত করবার সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষনা করলেন। আই এন টি ইউ সি-র - গঠনতন্ত্র অনুশারে প্রদীপ ভট্টাচার্য সংগঠনের রাজ্য সভাপতি হতে পারেন না। সংগঠনের এই পদে অধিষ্টিত হতে গেলে সংগঠনের জেনারেল কাউন্সিলের সদস্য হওয়া বাধ্যতামুলক। ডঃ ভট্টাচার্য আই টি ইউ সি-র.সভাপতির এন টি ইউ সি-র জেনারেল কাউন্সিলের সদস্য নন। তাই ডঃ ভট্টাচার্যকে এন টি ইউ সি-র সভাপতি পদে অধিষ্ঠিত করে সংগঠনের সর্বভারতীয় সভাপতি জি সঞ্জীবা রেড্ডি অসাংবিধানিক কাজ করেছেন। এই সিদ্ধান্ত সম্পুর্ন ভূল। সর্বভারতীয় আই এন টি ইউ সি-র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য তথা কোলিয়ারি মজদুর ইউনিয়ানের সাধারন সম্পাদক প্রভাত গোস্বামী এই কথা গুলি বলেছেন। প্রভাত বাবু আগামী ৩রা আগষ্ট দিল্লি যাচ্ছেন। যে ভাবে সুব্রত বাবুকে পদ থেকে অপসারিত করা হয়েছে। সেই ক্ষোভের কথা জানাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের দারস্থ হচ্ছেন প্রভাত বাবু, রাজ্য ট্রেড ইউনিয়নের আন্দলনের গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে আসছেন এবং চা শ্রমিকদের মাঝে থেকে আন্দলনে চালিয়ে গেছেন। এখন তিনি কয়লা শিল্পে ট্রেড ইউনিয়েন করেছেন। আশি বছর বয়সি প্রভাত বাবু বলেন তিনি কংগ্রেসের সৈনিক দলের দাস নন। শোকজ বা চার্জশিট না দিয়ে সংগঠনের কাউকে দল থেকে বের করা যায় না। আই এন টি ইউ সি-র সভাপতির জি সঞ্জীবা রেড্ডি পশ্চিমবঙ্গের সংগঠনিক উদ্ভুত পরিস্তিতি দেখার জন্য বিহারের মনোনীত সংগঠনের সভাপতি সি-পি-সিংকে পাঠিয়েছিলেন সুব্রতর ব্যাপারে সিদ্ধান্ত নেবার আগে বৈঠক করে হয়েছিল। সেই বৈঠকে যোগ দেবার জন্য তাকে বলা হয়েছিল, সংগঠনের লিখিত নির্দেশ না আসায় তিনি বৈঠকে যোগ দেন নি বলে তিনি জানান।
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)